প্রায় ২৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

dhaka mymensing train
বুধবার ভোররাত ৪টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ছবি: সংগৃহীত

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। ফলে প্রায় ২৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাইন মেরামতের কাজ শেষ হয়েছে। আজ সকাল ৬টা ৩৮ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ময়মনসিংহের দিকে রওনা হয়েছে। সকাল ১০টার মধ্যে এই রুট দিয়ে মোট তিনটি ট্রেন চলাচল করেছে। বাকি দুইটি হলো—বলাকা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার।

এর আগে, গত বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোণা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। এই ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

12m ago