নাটোরের নলডাঙ্গায় রেললাইনের কিছু অংশ ভেঙে ট্রেন চলাচল বিঘ্নিত
নাটোরের নলডাঙ্গায় বাসুদেবপুর রেলগেট সংলগ্ন নিশিপাড়া এলাকায় লাইনের কিছু অংশ ভেঙে গেছে। ফলে ৫ ঘণ্টা ধীরগতিতে চলছে ট্রেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের কাছে বাঙাল ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন এসে মেরামত করলে দুপুর ১২টার দিকে আবার স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল শুরু হয়।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৬টার দিকে একটি মালবাহী ট্রেন বাসুদেবপুর স্টেশন অতিক্রম করে নাটোরের দিকে যাওয়ার সময় বিকট শব্দ হয়। ট্রেনটি নির্বিঘ্নে ওই স্থান পার হয়ে গেলেও পরবর্তীতে এলাকাবাসী গিয়ে ওই অংশে একটি রেলের জয়েন্টে কিছু অংশ ভাঙা দেখতে পায়।
এসময় তারা রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনকে খবর দেয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন বলেন, 'বাসুদেবপুরে ওয়েল্ডিং জয়েন্ট ভেঙে গিয়েছিল। পরে রেলওয়ে বিভাগের লোকজন এসে মেরামত করে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এবং রেলওয়ে বিভাগের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, এটি কোনো নাশকতার ঘটনা নয়।'
Comments