ফরিদপুরে বাঁশ বাগান থেকে ‘মুক্তিযুদ্ধের’ ৩৪০টি গুলি উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৩৪০টি গুলি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান থেকে গুলিগুলো উদ্ধার করে বোয়ালমারী থানার পুলিশ।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান গাছ কাটতে বাঁশ বাগানে গিয়েছিলেন। গাছের গোঁড়ার মাটি খোঁড়ার সময় একটি লোহার বাক্সের ভেতরে গুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তিনি। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৪০টি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি বলে ধারণা করা হচ্ছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ওসি বলেন, ওই গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা গুলিগুলো রেখেছিলেন। গুলিগুলো মরিচা ধরে অকেজো হয়ে গেছে।
তিনি বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের কোনো সুযোগ নেই। তবে মালিকানাবিহীন কোনো সামগ্রী পেলে তা জব্দ করে সংরক্ষণ করা হবে।
Comments