জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেললাইন

অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান দাবি, ট্রেন আটকে মানববন্ধন

মানববন্ধনে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ শনিবার দুপুরে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেললাইনের হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সল্লা ইউনিয়নের নরদহি, ভাওয়াল, আনালিয়াবাড়ি, বিলছাইয়া, হাতিয়াসহ কয়েকটি গ্রামের মানুষ অংশ নেন।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকে রাখেন তারা।

মানববন্ধন বক্তব্য রাখেন কয়েকটি ইউনিয়নের ইউপি সদস্যসহ অনেকেই।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সল্লা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ অংশ নেন। ছবি: সংগৃহীত

বক্তারা বলেন, রেললাইন নির্মানের পর থেকেই হাতিয়ার এই রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক মানুষ মারা গেছেন। তারপরও এই অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি।

দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ দিতে রেল কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা।

তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মমসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

Comments

The Daily Star  | English
july charter draft by national consensus commission

Complete reforms in 2yrs after polls

The move comes after months-long political dialogue held by the commission

1h ago