নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা: ডিএসসিসির ৪ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ

বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে শুক্রবার দিনভর জলাবদ্ধ ছিল নিউমার্কেট এলাকা। ছবি: পলাশ খান/স্টার

নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার জন্য ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

তারা হলেন-সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

বৃষ্টির পর ২৪ ঘণ্টায় জলাবদ্ধতা নিরসন করতে না পারায় দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে আজ রোববার তাদের এ নোটিশ দেওয়া হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকায় প্রায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। রাতে বৃষ্টি থেমে গেলেও, শনিবার পর্যন্ত নিউমার্কেট, বংশাল এলাকায় পানি জমে ছিল।

 

Comments

The Daily Star  | English