ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা

রাস্তা প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা। ছবি: রাজিব রায়হান/স্টার

মঙ্গলবার থেকে চলা টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের অনেক নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাস্তা প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি হচ্ছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ছবি: রাজিব রায়হান/স্টার

নগরীর চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহর, জিইসি মোড়, কাপাসগোলা, শুলকবহর, চান্দগাঁও এবং কাটালগঞ্জ এলাকাতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে।

এসব এলাকার রাস্তাগুলো নোংরা পানিতে ডুবে আছে। ফলে চলাচল করা কঠিন হয়ে উঠেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহিউদ্দিন বলেন, 'সকালে অফিস যাওয়ার সময় জিইসি মোড়ে এসে আটকে গেছি। পানির কারণে রাস্তায় গাড়ি নেই বললেই চলে। আধাঘণ্টা ধরে অপেক্ষা করছি।'

এসব এলাকার রাস্তাগুলো নোংরা পানিতে ডুবে আছে। ছবি: রাজবি রায়হান/স্টার

অন্য এক বাসিন্দা মিজানুর রহমান বলেন, 'শ্বাশুড়িকে দেখতে হাসপাতালে যাচ্ছিলাম, কিন্তু কোনো রিকশা পাইনি। বাধ্য হয়ে নোংরা পানির মধ্য দিয়ে হেঁটে যেতে হয়েছে।'

চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, শহরের ২৬টি পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় ৬ হাজার ৫৫৮ পরিবার। ভারী বৃষ্টির কারণে তাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে, কিন্তু অনেকেই সেই নির্দেশ মানেননি।

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে টানা বৃষ্টি হচ্ছে। ছবি: রাজিব রায়হান/স্টার

এর আগেও, চলতি বর্ষায় গত ১৮ জুন চট্টগ্রামে একদিনে ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যার মধ্যে সকালেই ৩ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালে এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago