ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে যাচ্ছে কারা, চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে মন্ত্রপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে চাকরি করতে যাওয়া এবং তাদের সহায়তাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, এখানে অনেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিভিন্ন চাকরির জন্য বিদেশে যাচ্ছেন। এমনকি চিকিৎসক ও প্রকৌশলীর জাল সনদও এসব কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, 'তারা কীভাবে এই জাল সার্টিফিকেট পায়, কীভাবে তারা জাল সার্টিফিকেট নিয়ে যায় এবং কারা তাদের সহায়তা করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে তা চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।'

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে সহায়তা করবে।

বৈঠকে 'ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড ইমিগ্রেশন (সংশোধন) আইন ২০২৩'-এর খসড়া অনুমোদন করা হয়। এছাড়া বৈঠকে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতির অনুমোদনসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আইন (সংশোধন) ২০২৩-এর খসড়া অনুমোদন করা হয়।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

The deceased, 32-year-old Saiful Islam, is a member of Chattogram District Bar Association

41m ago