প্লট বরাদ্দে ‘অনিয়ম’: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন আজ সাংবাদিকদের জানান, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও জয়, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে, সরকারি ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় ১০ কাঠা করে মোট ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক এলাকায় অবস্থিত প্লটগুলো শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা এবং তার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) ও আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়।
দুদক গত দুদিনে এ ধরনের আরও চারটি মামলা করেছে। একটি মামলায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করা হলেও, সেগুলো মামলায় জয়ের নাম ছিল না।
Comments