নতুন ভিসা নীতির বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ায় ‘খুশি’ যুক্তরাষ্ট্র

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নতুন মার্কিন ভিসা নীতির বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র 'খুশি' হয়েছে বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গতকাল বৃহস্পতিবারের এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার এক প্রশ্নের জবাবে বলেন, 'আমি বলব আমাদের সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানোয় আমরা খুশি হয়েছি।'

তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা ধরে রাখার সবচেয়ে স্থায়ী উপায় গণতন্ত্র...আমরা বাংলাদেশ সরকারের এগিয়ে যাওয়ার পথে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।'

গত বুধবার ঘোষিত নতুন ভিসা নীতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে।

গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মিলার বলেন, 'বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কী করা উচিত বা করা উচিত নয় সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না। আমি বলব যে এই প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। এজন্য আমরা নতুন এই নীতি ঘোষণা করেছি।'

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেছেন যে নতুন মার্কিন ভিসা নীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে।

গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা আশা করি এটি আমাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সাহায্য করবে, সহিংসতা কমাবে। যেসব দল সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায়, তারা সতর্ক থাকবে।'

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

8h ago