গণবিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্র, এমন দাবি ‘হাস্যকর’: ওয়াশিংটন 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো ও সদর দপ্তরের কোলাজ। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো ও সদর দপ্তরের কোলাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণবিক্ষোভের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই গনবিক্ষোভের নেপথ্যে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবিকে 'হাস্যকর' বলে নাকচ করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে বলেন, 'এটা হাস্যকর। যুক্তরাষ্ট্র কোনো ভাবেই শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে জড়িত নয়। এটি মিথ্যে অভিযোগ।'

'সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমাদের সামনে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য এসেছে। আমরা ডিজিটাল মাধ্যমে তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে বদ্ধপরিকর, বিশেষত, দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে', যোগ করেন তিনি। 

১৫ বছর ক্ষমতায় থাকার পর গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago