বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
খুলনার দৌলতপুরে বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে কলেজ কর্তৃপক্ষের কাছে থেকে সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।'
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, 'মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৭/৩৮ হবে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
বিএল কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান সাংবাদিকদের বলেন, 'মৃত যুবক কলেজের কেউ নন। স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি।'
Comments