খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার, প্রতি আসনে পরীক্ষার্থী ৯৭

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা এবারই প্রথম খুলনা ছাড়াও ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবে ন১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'সি' ইউনিটের অধীনে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা,  চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলার ড্রইং পরীক্ষা দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাইস্কুল, কেসিসি উইমেন্স কলেজ ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৪ হাজার ৪৮০ পরীক্ষার্থী অংশ নেবেন। ঢাকায় বুয়েট কেন্দ্রে ১২ হাজার ১০৪ জন ও রাজশাহীতে রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৮৫৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদিন দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত 'ডি' ইউনিটের অধীনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৫৪ জন।

১৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'বি' ইউনিটের অধীনে জীববিজ্ঞান স্কুলেরর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষাটি খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ পরীক্ষার্থী অংশ নেবে।

এদিন বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত 'এ' ইউনিটের অধীনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্যর ড্রইং পরীক্ষা হবে। 

খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ এবং রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, 'গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এবার আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছি। এবারই প্রথম খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা ভর্তিচ্ছুদের জন্য আরও সহজ হয়েছে।'

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এই তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র স্থাপন করায় ভর্তি পরীক্ষার সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। বিমানবন্দরগুলিতে বিমান চালান করা যায়।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

3h ago