কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ২

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইরফান (৩৪) ও আশিক (২৪)। ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ও আসিক মৌবাড়ীয়া গ্রামের জামাল মণ্ডলের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ইরফান ও আশিক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। রাত ৯টার দিকে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তারা গুরুতর আহত হন। উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।'

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago