২-৩টি মামলা হয়েছে, আরও মামলা হচ্ছে বলে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
গত ২৬ মার্চ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু মামলা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন। তবে মামলাগুলোর বিস্তারিত তথ্য তার কাছে নেই বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
দৈনিক প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, 'একাত্তর টিভি এবং প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।'
মামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমরা এ পর্যন্ত ২-৩টি মামলার বিষয়ে জানি। আরও কিছু মামলা হচ্ছে আমরা শুনেছি।'
'তবে মামলাগুলো কারা করছে, কোথায় করছে, সে বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই,' যোগ করেন তিনি।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বুধবার ভোরে তার সাভারের বাসা থেকে তুলে নিয়ে যায় সিআইডি।
পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন যে মামলার ভিত্তিতে শামসকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩২ মিনিটে তেজগাঁও থানায় শামসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এটি রাত সোয়া ২টায় মামলা হিসেবে রুজু হয়।
তার বিরুদ্ধে রমনা থানায় শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে, তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
Comments