প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন নাকচ, কারাগারে

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছবি: পলাশ খান/স্টার

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে শামসুজ্জামান জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রমনা থানা পুলিশ শামসকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়।

 

Comments