ভবিষ্যতে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর প্রতি সরকার নমনীয় অবস্থানে নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, আমরা জামায়াতকে কোনো ছাড় দিচ্ছি না। দলটি নিবন্ধিত নয় বলে ভবিষ্যতে তারা সমাবেশ করার অনুমতি পাবে না।

আজ তিনি সাংবাদিকদের বলেছেন, দেশের গণমাধ্যমগুলোতে মানবাধিকার ও রাজনৈতিক অধিকারের কথা বলা হচ্ছে। আমরাও সেটাই চিন্তা করেছি। দলটি (জামায়াত) যদিও নিবন্ধিত নয়—আমরা তাদের বাধা দেইনি। তারা যা বলতে চায় বলুক। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জামায়াত থেকে আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। সে জন্যই আমরা তাদের বাধা দেইনি। তারা একটি ধিক্কৃত দল।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একই কর্মসূচি দিয়ে আন্দোলন করছে জামায়াতে ইসলামী। এই পরিস্থিতিতে প্রতিদিনই বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করছে পুলিশ। তবে সেই তুলনায় জামায়াতের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

জামায়াত গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদেরকে (সমাবেশ করার) অনুমতি দেইনি, তারা নিজেরাই করে ফেলেছে। সমাবেশ করে ফেলার পর বাধা দিলে সহিংস পরিবেশ তৈরি হতো। সে জন্যেই আমাদের পুলিশ বাহিনী ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে।

ভবিষ্যতে জামায়াতকে আবার সমাবেশ করার সুযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নিবন্ধিত দল নয়। তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago