পটুয়াখালীতে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে ১০ পদের ইফতারি

সড়কদ্বীপের ওপর নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে ইফতার আয়োজন। ছবি: সোহরাব হোসেন/স্টার

পবিত্র রমজান মাস উপলক্ষে পটুয়াখালীতে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামুল্যে দেওয়া হচ্ছে ইফতারি। প্রতিদিন ৫০ জন রোজাদারকে ইফতারে অন্তত ১০ পদের খাবার দেওয়া হচ্ছে।

শহরের শেখ রাসেল শিশু পার্কের পাশে সড়কদ্বীপে 'পটুয়াখালীবাসী' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিদিন এ আয়োজন করছে।

সড়কদ্বীপে পলিথিন বিছিয়ে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে ইফতারির প্যাকেট ও পানি। প্রতিটি প্যাকেটে থাকছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, ফলের রস, পানি, কলা, খেজুর, জিলাপিসহ ১০ পদের খাবার। পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের লোকজন সেখানে ইফতার করছেন।

এখানে ইফতারে আসা ব্যাটারিচালিত অটোরিকশাচালক সুমন মল্লিক জানান, রমজান মাসে শহরে অটোরিকশা চালিয়ে আয় কম হয়। বাজার থেকে ইফতারি কিনতে টাকা লাগে। কিন্তু এখানে বিনামূল্যে ইফতারির ব্যবস্থা করায় আমাদের উপকার হচ্ছে।

সদর উপজেলার বহালগাছিয়া এলাকার রিকশাচালক আব্দুল জলিল জানান, প্রথম রোজার দিন থেকেই এখানে ইফতার করতে আসি। বাইরে ইফতারি কিনতে কমপক্ষে ৫০-৬০ টাকা লাগত। এখানে বিনা পয়সায় ইফতার করতে পেরে আমরা খুব খুশি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন জানান, প্রতিবছরের মতো এ বছরও আমরা গরিব ও অসহায় মানুষের জন্য ইফতারির আয়োজন করছি। অন্যান্য বছর আমরা শুধু ইফতারির প্যাকেট বিতরণ করেছি। এ বছর আমরা বসিয়ে খাবারের ব্যবস্থা করেছি।

সংগঠনের সভাপতি মাহমুদ হাসান বলেন, আমরা ৫০ জন রোজদারের মধ্যে ইফতারি দিচ্ছি। প্রতি প্যাকেটে খরচ পড়ছে ৮০ টাকা। আমেরিকা প্রবাসী একজন ৫ দিনের ইফতারির টাকা দিয়েছেন। সমাজের বিত্তবানদের সহায়তা নিয়ে রমজান মাস জুড়ে ইফতার খাওয়ানোর পরিকল্পনা আছে আমাদের।

Comments

The Daily Star  | English

Kuet students set fire to symbolic VC chair

The ongoing protests stem from a clash between two student groups on February 18

47m ago