চন্দ্রনাথে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে নিখোঁজ হওয়া একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আশুতোষ নাথ (৪৫) স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী এবং সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে চন্দ্রনাথ পাহাড়ের খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ বিকেল ৩টার দিকে পাহাড়ের খাদ থেকে আশুতোষের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, 'আশুতোষ পুণ্যার্থী হিসেবে আসেননি। শিবচতুর্দশী মেলা উপলক্ষে চন্দ্রনাথ ধামে তিনি আলোকসজ্জার দায়িত্বে ছিলেন।'
গত রোববার ভোরে চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলার চলাকালে পাহাড় থেকে নামার সময় অন্তত ১০ জন পুণ্যার্থী আহত হন। সে সময় হুড়োহুড়ি করে নামার সময় ৫ জনের মৃত্যু হয়েছে বলে সেখানে গুজব ছড়ায়।
তবে রোববার আশুতোষসহ দুজনের বিষয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় বলে ওসি তোফায়েল জানান।
মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুণ্যার্থীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর আতঙ্ক তৈরি হওয়ায় রোববার বেলা আড়াইটার দিকে মন্দিরের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়।'
তবে কারও মৃত্যু বা নিখোঁজ হওয়ার কথা তিনি শোনেননি বলে জানান।
Comments