চন্দ্রনাথে ৫ পুণ্যার্থীর মৃত্যুর গুজব, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনের শিবচতুর্দশী মেলা চলছে। মেলায় সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে গিয়ে ৫ জন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে অনেকেই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে।
মেলা কমিটি জানিয়েছে, এ সময় পদদলিত হয়ে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তবে স্থানীয়রা বলছেন, এই সংখ্যাটি ২৫ জনের মতো।
মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেলায় পাহাড়ে উঠতে গিয়ে ৫ জনের মৃত্যুর গুজব ওঠে। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।'
তিনি বলেন, 'এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। কাউকে আতঙ্কিত না হয়ে সুশৃঙ্খলভাবে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।'
শিবচতুর্দশী মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশ থেকে হাজারো হিন্দু পুণ্যার্থী সমবেত হয়েছেন। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী এই মেলা।
সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলা কমিটি প্রতি বছর ফাল্গুন মাসের শিবচতুর্দশী তিথিতে চন্দ্রনাথ ধামে শিব পূজা উপলক্ষে মেলার আয়োজন করে।
Comments