চট্টগ্রামে চলন্ত ট্রেন থেকে ১৪ বগি বিচ্ছিন্ন

ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের বগির জয়েন্টের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে ১৪টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার দুপুরে উপজেলার ইয়াকুবনগর এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগির জয়েন্টের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সময় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে তিনি জানান।

ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মহানগর এক্সপ্রেসের আসন সংখ্যা ৯২৫। বগি বিচ্ছিন্নের কারণে প্রায় দেড় ঘণ্টা দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রেলওয়ের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম লোকোমোটিভ ইয়ার্ড থেকে একটি নতুন ইঞ্জিন যোগ করার পর বিকেল ৩টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Comments

The Daily Star  | English

COP29 and the stakes for Bangladesh

The distribution of benefits is unequal between buyers and sellers.

3h ago