স্বাস্থ্য পরামর্শক জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্য বিষয়ক পরামর্শক জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ওই প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আবদুল জব্বার মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ওই প্রতিষ্ঠানের ঘিয়ের কনটেইনারে লেবেল ছিল না। উৎপাদনের তারিখ, মেয়াদ, উৎপাদন কারখানার তথ্য ছিল না। তারা এসব ঘি নিজেরা বোতলজাত করেছেন অন্য প্রতিষ্ঠানের নামে।'

'তাদের লাইসেন্সও গাজীপুরের ঠিকানায় করা। ওই লাইসেন্স দিয়ে তারা ঢাকায় ব্যবসা করতে পারেন না,' বলেন তিনি।

এই কর্মকর্তা আরও জানান, প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য কেমিক্যালমুক্ত বলা হলেও, এর স্বপক্ষে তারা কোনো কাগজ দেখাতে পারেননি।

এছাড়া প্রতিষ্ঠানটি আমদানিকৃত পণ্যের গায়ে নিজেদের স্টিকার ব্যবহার করছে বলে অভিযোগ ভোক্তা অধিকার অধিদপ্তরের।

এ বিষয়ে জানতে আলটিমেট অর্গানিক লাইফের হেল্পলাইনে যোগাযোগ করা হলেও, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য জানাতে রাজি হননি।

Comments