ময়মনসিংহে ৯ অবৈধ ইটভাটা মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৯টি ইটভাটা মালিককে মোট ৪৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় সোমবার দুপুরে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নের্তৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।
আইন অমান্য করে এবং কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে প্রতিটি ইটভাটার মালিক পক্ষকে জরিমানা করা হয় এবং অভিযান চলাকালে এক্সক্যাভেটর মেশিন দিয়ে দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে যমুনা ব্রিকসকে ৬ লাখ এবং সোহাগ, মুরাদ, বিবিসি, বলাকা-১, বলাকা-২, সততা, মাস্টার ও শাপলা ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, ওই ইটভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে আইন ভঙ্গ করে অবৈধভাবে ইটভাটার পরিচালনার অভিযোগে পরিবেশ আইনে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Comments