৬ সপ্তাহের ছুটিতে তাকসিম এ খান
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের ছয় সপ্তাহের ছুটি মঞ্জুর করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে গতকাল বুধবার তাকসিম এ খানের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতিপত্র জারি করা হয়। তাতে বলা হয়, চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই ছুটির জন্য দুই বার আবেদন করতে হয়েছে তাকসিমকে। গত ৭ সেপ্টেম্বর প্রথম আবেদনে তিনি ছুটির সময়টায় যুক্তরাষ্ট্র থেকেই ভার্চুয়ালি ওয়াসার দায়িত্ব পালনের অনুমতি চেয়েছিলেন। তার এই 'ভার্চ্যুয়াল অফিস'-এর আবেদন নাকচ করে দেয় ঢাকা ওয়াসা বোর্ড। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে তিনি ভার্চুয়ালি অফিস করার অংশটি বাদ দিয়ে আবার আবেদন করেন।
তাকসিম এ খান ২৪ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এই সময় ঢাকা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম শহীদ উদ্দিন এমডির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
Comments