‘যুক্তরাষ্ট্রে ওয়াসা এমডির ১৪ বাড়ি’: তথ্য চাইবে দুদক

তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য জানতে চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দ্য ডেইলি স্টারকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন, 'যুক্তরাষ্ট্রে তার সম্পদের বিষয়ে জানতে আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দেব। বিএফআইইউ পরবর্তী ব্যবস্থা নেবে।'

দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৌশলী তাকসিম এ খানের বিপুল অবৈধ সম্পদ অর্জন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দুদকে ২টি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, 'আমি এখনো প্রতিবেদনটি পড়িনি। অভিযোগের কিছু শক্ত ভিত্তি থাকতে পারে।'

তাকসিমের বিরুদ্ধে দুদকের কাছে পৃথক ৩টি তদন্ত বিচারাধীন রয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, 'চলমান তদন্তে নতুন অভিযোগ যোগ করা হবে। আলাদা কোনো তদন্ত শুরু করার প্রয়োজন নেই।'

'যদি সর্বশেষ তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের প্রয়োজন হয়, আমরা সাহায্য চাইব', যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Ex-army chief Safiullah passes away

He breathed his last while undergoing treatment at the Combined Military Hospital (CMH) in the capital

9m ago