ওয়াসায় নিয়োগ দুর্নীতি: তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

তাকসিম
ওয়াসা এমডি তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার বিকেলে দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অনুমোদিত পদ না থাকা সত্ত্বেও অবৈধভাবে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

মামলার অপর আসামিদের মধ্যে আছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সুধাংশু শেখর বিশ্বাস, এফসিএ ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধি মো. নুরুজ্জামান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম হামিদ, ডিএনসিসির সাবেক কাউন্সিলর আলেয়া সারওয়ার ডেইজি এবং সাবেক কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক।

এর আগে গত আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর ওই মাসেই ঢাকা ওয়াসার এমডির পদ থেকে পদত্যাগ করেন তাকসিম। এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

নানা অনিয়মের অভিযোগ ও বিতর্কের পর তাকসিম গত ১৫ বছর ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। 

Comments

The Daily Star  | English

Operation Devil Hunt: 1,308 arrested so far

274 people were arrested from metropolitan cities, while 1,034 were detained from different parts of the country

30m ago