বগুড়া-৬ উপনির্বাচনে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু জয়ী

রাগেবুল আহসান রিপু। ছবি: সংগৃহীত

বগুড়া ৬ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে আওয়ামী লীগের রিপুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।

বগুড়া ৬ আসনের উপনির্বাচনে আজ সকাল সাড়ে ৮টার দিকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে আওয়ামী লীগ, জাপা, জাসদেরসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৯১ হাজার ৭৪২টি ভোট পড়ে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago