ঝিনাইদহ-২: স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

স্থানীয়দের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক টুকু সকালে কাজের উদ্দেশে চারাতলা এলাকায় যাচ্ছিলেন। সে সময় নৌকা প্রতীকের সমর্থক দুলালসহ ৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। 
স্থানীয়রা আহত টুকুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার সকালে হরিনাকুণ্ডু উপজেলার চারতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত হাফিজুর রহমান টুকু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার আলম জাহেদী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থকরা টুকুকে কুপিয়ে আহত করেছে।'

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক টুকু সকালে কাজের উদ্দেশে চারাতলা এলাকায় যাচ্ছিলেন। সে সময় নৌকা প্রতীকের সমর্থক দুলালসহ ৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় টুকুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। 

ওসি জিয়াউর রহমান বলেন, 'আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Girls ahead of boys in pass rate, GPA-5 achievement

Female students outperformed the male candidates in this year's Secondary School Certificate (SSC) and equivalent exams, securing higher pass rates and GPA grades

1h ago