স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের প্রচারণায় হামলার অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে
পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণায় আবারও হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়ার সিলন্দা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে হামলার তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩-৪ জন সমর্থক আহত হয়েছেন এবং প্রচার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
অধ্যাপক আবু সাইয়িদের সমর্থক এবং সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিলন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণার সময় নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়।'
তিনি বলেন, 'এ সময় তারা প্রচার গাড়ি ভাঙচুর করে এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করে। হামলায় ৩-৪ জন আহত হয়েছে।'
জানতে চাইলে ওসি মো. আনোয়ার হোসেন বলেন, 'স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার খবর আমাদের আগে থেকে জানানো হয়নি। হামলার খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা থামায়।'
তবে হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওসির।
এর আগে, গত ১৯ ডিসেম্বর সাঁথিয়ায় নির্বাচনী প্রচারণা চালাতে গেল অধ্যাপক আবু সাইয়িদকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শামছুল হক টুকুর সমর্থকরা।
Comments