লালমনিরহাটে সিঁধ কেটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

ব্যাংকের পেছনের অংশে সিঁধ কাটার চেষ্টা। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় সিঁধ কেটে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে।

আজ মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

তবে ব্যাংকের নৈশপ্রহরী সিঁধ কাটার বিষয়টি টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে ‍যায়। পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হন।

এ ঘটনায় ব্যাংকের কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতরা ব্যাংকের পেছনের অংশের দেয়ালে সিঁধ কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে সময় সেখানে দায়িত্বরত ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাতরা সটকে পড়ে। সোনালী ব্যাংকের এই শাখাটির অবস্থান লালমনিরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ছবি: সংগৃহীত

এ বিষয়ে ব্যাংকের বড়বাড়ি শাখার ব্যবস্থাপক রাজু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ব্যাংকে চলে আসি। ডাকাতরা ব্যাংকের পিছনে সিঁধ কেটেছিল। কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। ব্যাংকে থাকা টাকা ও অন্যন্য জিনিসপত্র সব ঠিকঠাক আছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছেন।'

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, 'পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Dhaka division gets nearly 50% of April’s inward remittance

Remittance inflows to Dhaka amounted to $1.36 billion

46m ago