জামায়াত নেতা হত্যা মামলায় আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

লক্ষ্মীপুরে ২০২৩ সালে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ডা. ফয়েজ আহম্মদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন ফয়েজ আহম্মদের ছেলে হাসানুল বান্না।
অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, র্যাব-১১-এর সাবেক সিইও তারিক সাঈদ মোহাম্মদসহ ৪১ জনকে।
হাসানুল বান্না সাংবাদিকদের বলেন, '২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে ডা. ফয়েজ আহম্মদকে বাসার ছাদে নিয়ে মারধর করে গুলি করে ফেলে দেওয়া হয়।'
Comments