ডিজিটাল সূচকে সমঅর্থনীতির দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

বৈশ্বিক ডিজিটাল সূচক, আইসিটি, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম,
ছবি: সংগৃহীত

বৈশ্বিক ডিজিটাল সূচকে বাংলাদেশ ১০০ এর মধ্যে ৬২ স্কোর করেছে। আইসিটি অগ্রগতিতে বাংলাদেশের এই স্কোর অনেক সমঅর্থনীতির চেয়ে কম।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স অনুযায়ী, বৈশ্বিক গড় স্কোর ৭৪ দশমিক ৮।

নিম্নমধ্যম আয়ের দেশগুলোর গড় স্কোর ৬৪ দশমিক ৮। সূচকে বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সূচকে বৈশ্বিক গড় ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোর গড় স্কোর দুটোতেই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটানের পরেই বাংলাদেশের অবস্থান।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে কিছুটা পিছিয়ে আছে কেবল পাকিস্তান। সূচকে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়নি।

দশটি সূচকের মধ্যে সাতটিতেই নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর গড় স্কোরের চেয়ে বাংলাদেশের স্কোর কম।

তবে বাংলাদেশ মোবাইল নেটওয়ার্ক কভারেজে (থ্রিজি এবং ফোরজি) ভালো করেছে। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সাবস্ক্রিপশনে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর গড় সূচককে ছাড়িয়ে গেছে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখনো পিছিয়ে আছে।

বাংলাদেশে মানুষের মধ্যে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ৩৮ দশমিক ৯ শতাংশ এবং ৩৮ দশমিক ১ শতাংশ পরিবারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

36m ago