গ্রামীণ টেলিকম দখল

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ টেলিকম ভবন। ফাইল ফটো

গ্রামীণ টেলিকম ভবন দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল মজিদসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ রোববার গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী বাদী হয়ে আদালতে এ মামলা করেন।

শুনানির পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র অভিযোগ আমলে নিয়ে অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন।

একইসঙ্গে আদালত শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দেন।

অপর আসামিরা হলেন—গ্রামীণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন আর রশিদ, মো. তরিকুল ইসলাম, মো. গোলাম জাকারিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ ও কৃষ্ণ কান্ত রায়, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. প্রদীপ কুমার সাহা, গবেষণা ও উন্নয়ন সদস্য মো রাজু মিয়া এবং মাসুদ আখতার অ্যান্ড অ্যাসোসিয়েটসের পরামর্শক ব্যারিস্টার মাসুদ আখতার ও টিএম জুবায়ের।

এজাহারে বলা হয়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সাইফুল মজিদের নেতৃত্বে আসামিরা গ্রামীণ টেলিকম ভবনের অফিস দখল করে। তাদের বিরুদ্ধে ভবনের আটটি অফিস কক্ষ ভাঙচুর ও সেখান থেকে মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগ রয়েছে।

পরদিন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সেখানে গেলে তাকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি।

পরে তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা করতে গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করে।

Comments