ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ ও আ. লীগ নেতা ডা. আবু সাঈদ গ্রেপ্তার

ডা. মো. আবু সাঈদ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ-মিছিলে হামলার অভিযোগে করা একটি মামলার আসামি ডা. আবু সাঈদ।

ওসি জানান, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।   

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগ ওঠে ডা. আবু সাঈদের বিরুদ্ধে। সে সময় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের শ্রমিক-কর্মচারী হিসেবে চাকরি করতে হলে করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। 

এই বিষয়টিকে সুযোগ হিসেবে নেয় ডা. আবু সাঈদ ও তার সহযোগীরা। রূপপুরে মেডিকেয়ার নামের একটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রূপপুর প্রকল্পের শ্রমিক-কর্মচারীদের করোনা টেস্ট করতে মাঠে নামে। এখতিয়ার না থাকলেও সেখানকার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়ার অনুমতি দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 

ওই ডায়াগনস্টিক সেন্টারের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট দিয়ে টাকা হাতিয়ে নিয়েছিলেন ডা. আবু সাঈদের প্রতিষ্ঠান।

ডা. আবু সাঈদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 

Comments

The Daily Star  | English

Netanyahu now a wanted man

ICC issues arrest warrants for the Israeli PM, his former defence chief for war crimes and crimes against humanity; 66 more killed in Gaza

57m ago