সচিবালয় এলাকায় প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া ও লাঠিচার্জ
সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের পুলিশ ধাওয়া দিয়েছে ও লাঠিচার্জ করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থায়ী ক্যাম্পাসসহ ৯ দাবিতে আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সামনে আন্দোলন করছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন। তাদের মধ্যে কয়েকজন সচিবালয়ের গেটে আঘাত করা শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করতে শুরু করে। কয়েকজন শিক্ষার্থীকে ধাওয়াও দেয়।
মাটিতে পড়ে যাওয়া একজন শিক্ষার্থীকে কয়েকজন পুলিশ কর্মকর্তা মিলে লাঠিচার্জ ও লাথি মারতেও দেখা যায়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানা যায়, তারা স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছেন।
আজ প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা। সেখান থেকে তারা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাঁধে।
Comments