আন্দোলনে ‘ইন্ধনদাতা’ ২ আনসার সদস্য গ্রেপ্তার

সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করে আনসার সদস্যরা। ছবি: স্টার

সাম্প্রতিক আনসার আন্দোলনের 'ইন্ধনদাতা' দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা এই আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে পুলিশ।

সোহাগ মিয়াকে আজ মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।

মিজানুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ রামু থানার কাউয়ারখোপ ইউনিয়নের টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।

 

Comments

The Daily Star  | English

Muslin’s revival weaves past into present

Dhakai Muslin: ancient craft weaves new life, livelihoods in rural Bangladesh

18h ago