বাসা থেকে ৩ কোটি টাকা জব্দ: রিমান্ড শেষে কারাগারে সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ও তার ব্যবসায়িক অংশীদার নুসরাত হোসেনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এ আদেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোহাম্মদ রেজাউল তাদের আদালতে হাজির করেন।
প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার দুজন বৈদেশিক মুদ্রার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
গত ১৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রাসহ প্রায় ৩ কোটি ১১ লাখ টাকা জব্দ করে পুলিশ।
ওই বাড়িটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বলে জানার পর ১৭ আগস্ট মহাখালী এলাকা থেকে শাহ কামাল ও নুসরাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে তাদের গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাদের আদালতে হাজির করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Comments