শিশু গৃহকর্মী নির্যাতন: একদিনের রিমান্ডে চিকিৎসকের স্ত্রী

ছবি: স্টার

ঢাকার সাভারে চুরির অভিযোগ এনে শিশু গৃহকর্মীকে (১১) ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তার স্ত্রীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ রোববার আদালত এই নির্দেশ দেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলা গ্রেপ্তার বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক কাজী মো. ইসমাইল হোসেন (৩১) ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশমণির (২৬) পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত চিকিৎসককে জেলে পাঠানোর নির্দেশ দেন এবং তার স্ত্রীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


 

Comments

The Daily Star  | English
Int’l firms to be hired to recover laundered money

Foreign firms to be hired to recover laundered money

A meeting between BFIU and managing directors of the banks made the decision

13h ago