ব্রাহ্মণবাড়িয়া

ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

B. Baria Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়া শহরে ছাত্রলীগ নেতার গুলিতে ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজ নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নিহত ইজাজের বাবা মো. আমিনুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেন।

জেলা শাখা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয়কে মামলার দুই নম্বর আসামি করা হয়েছে।

গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পর শহরের কলেজপাড়ার রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ কর্মী ইজাজের (২২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন বলেন, 'আসামিদের কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

এদিকে ইজাজ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের সহপাঠীরা। আজ দুপুরে শহরের হাসপাতাল রোডের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

 

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago