বেইলি রোডে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত শ্রমিকদের নাম-ঠিকানাসহ বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের মহাপরিদর্শককে ৩০ দিনের মধ্যে শ্রমিকের সংখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিকদের গ্রেপ্তারের ব্যবস্থা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আর সোবহান ও ফাতেমা এস চৌধুরীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
তারা জনস্বার্থ মামলা হিসাবে আবেদনটি জমা দিয়ে বলেন এফআইআরের সাথে জড়িত প্রায় ৮০০ নিরপরাধ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
Comments