নিয়ন্ত্রণে এসেছে নীলক্ষেতে গাউসুল আজম মার্কেটের আগুন

প্রতীকী ছবি

রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউসুল আজম মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে মার্কেটের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পলাশী ফায়ার স্টেশনের ইন-চার্জ মোহাম্মদর জিসান রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, দোকানটিতে আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থাপনা থাকায় আমরা পৌঁছানোর আগেই তারা অর্ধেক আগুন নিভিয়ে ফেলেছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, আগুনে সাইন প্লাস নামের দোকানটিতে প্রায় এক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

Comments