বুয়েটে মানববন্ধন

‘আর কোনো প্রাণ যেন অযাচিত দুর্ঘটনায় হারিয়ে না যায়’

বুয়েট শহীদ মিনারের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আনিসুর রহমান/স্টার

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী লামিশা ইসলাম ও নাহিয়ান আমিন প্রাণ হারিয়েছেন। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শোকাচ্ছন্ন বুয়েট ক্যাম্পাস।

বেইলি রোডের আগুনে নিহত দুই শিক্ষার্থীসহ অন্যদের স্মরণে আজ শনিবার বুয়েট ক্যাম্পাসে দোয়া মাহফিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারসহ শিক্ষকদের অনেকেই উপস্থিত ছিলেন।

বুয়েট থেকে দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক আনিসুর রহমান জানান, অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দুপুরে বুয়েট ক্যাফেটেরিয়ায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বুয়েট উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করেন।

দোয়া মাহফিলে বুয়েট শিক্ষার্থীরা। ছবি: আনিসুর রহমান/স্টার

মানববন্ধন শেষে বুয়েট শিক্ষার্থীরা কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। সেগুলোর মধ্যে রয়েছে- অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া যেন ভবন নির্মাণের অনুমোদন না দেওয়া হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মনিটরিং ব্যবস্থা যেন আরও জোরদার করা হয়। প্রশাসনের নির্দেশনা না মানলে যেন দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, বেইলি রোডের আগুনে অপার সম্ভাবনাময় দুই সহপাঠীকে হারিয়েছি। আমরা আর কাউকে এভাবে হারাতে চাই না।

 

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago