সাভারে সাবেক স্ত্রীকে হত্যা করে যুবকের আত্মহত্যা

নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারের আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় সাবেক স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক যুবক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আজ মঙ্গলবার বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

তিনি জানান, সাবেক স্ত্রী মিমকে হত্যার পর আত্মহত্যা করেন মো. নাইম মিয়া (২৮)। নাইম নাটোর সদরের মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। নিহত মিমের বাবার বাড়ি নওগাঁর বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, 'দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়। পরবর্তীতে নাইম আরেকজনকে বিয়ে করেন। এরপরেও নাইম আবার মিমকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। নাইম প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমকে বিরক্ত করতো।'

তিনি আরও বলেন, 'নাইম আজ দুপুরে মিমের ভাড়া বাসায় যান। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক এবং হাতাহাতি হয়। একপর্যায়ে মিমকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন নাইম।'

নিহত মিমের রুমমেট নাতাশা বলেন, 'নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। তাকে মিম তাড়িয়ে দিয়েছে। আজ বিকেলে হঠাৎ রুমে আসে নাইম।'

Comments