‘পুলিশের পোশাকে’ তেলভর্তি ট্রাক লুট

নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

পুলিশের পোশাক পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুটের অভিযোগ উঠেছে।

ঢাকার ডেমরা এলাকার টিটি গ্রুপ কারখানা থেকে সাভারের নামাবাজারে বিশ্বনাথা ট্রেডার্সে তেল নিয়ে যাওয়ার পথে আজ বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

চালকের বরাত দিয়ে বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'টিটি গ্রুপের ৬০ ড্রাম তেল আমার প্রতিষ্ঠানে আসার পথে ভোররাত ৪টার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় একটি হায়েস মাইক্রোবাস থেকে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামান। তিনি জানতে চান, ট্রাকে কী মালামাল আছে এবং কোথায় যাচ্ছে।'

তিনি বলেন, 'পুলিশের পোশাক পড়া ওই ব্যক্তিকে ট্রাকের গন্তব্য বলে চলে আসার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই ওই মাইক্রোবাস দিয়ে আবারও ট্রাকের পথরোধ করে। হঠাৎ করে সামনে আসায় ট্রাকটিও ব্রেক করে উঠতে পারেনি, ফলে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ছয়-সাতজন সশস্ত্র লোক নেমে আসে মাইক্রোবাস থেকে এবং ট্রাকের চালক সেলিম ও হেলপার রাজিবকে জিম্মি করে তেলভর্তি ট্রাক নিয়ে যায়। পথে ধামরাই সুতিপাড়া এলাকায় মারধর করে চালক ও হেলপারকে নামিয়ে দিয়ে তারা চলে যায়।'

লুণ্ঠিত তেলের দাম প্রায় ১৯ লাখ টাকা এবং ট্রাকের দাম প্রায় ১৬ লাখ টাকা উল্লেখ করে আজ দুপুর ১২টার দিকে লোকনাথ বলেন, 'পুলিশকে বিষয়টি জানিয়েছি। ওসি থানায় আসেননি বলে লিখিত অভিযোগ হাতে নিয়ে থানায় বসে আছি।'

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জেনেছি। মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।'

Comments