ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে: রিজভী 

রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন জনারণ্যে লুকিয়ে থেকে প্রয়োজন মতো বের হয়ে দেশকে অস্থিতিশীল করবে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বারবার চাপ দিয়েছে যে আপনাদের ব্যর্থতার জন্য যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।'

আজ সোমবার দুপুরে সাভারে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি।

রিজভী বলেন, 'এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা ও বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের লোকজন গোলাগুলি করেছে।' 

তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যর্থতার কারণে যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় আপনাদের থাকবে এবং এত যে আত্মদান, এত যে শহীদ, এই শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।'

এসময় বিএনপি নেতা রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, 'এত দিন হলেও কেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারছেন না। সেই অস্ত্রের যেগুলোর লাইসেন্স দিয়েছেন বাতিল করে সেই সমস্ত দুর্বৃত্ত, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছেন না কেন।'

 

Comments

The Daily Star  | English

Children take a hit from winter diseases

The influx of child patients suffering from pneumonia, winter diarrhoea and other cold-related diseases has been straining hospitals.

10h ago