৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে নৌকায় সিল: সেই সাবেক ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনের নৌকায় সিল মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার রাত ১১টায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আর কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, 'আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।'

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজাদকে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারতে দেখা যায়। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সেই ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে গলায় নৌকা প্রতীকের কার্ড ঝোলানো আজাদ ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরেছেন। আরেকজন তাকে সিল মারতে সহায়তা করেছেন।

এ নিয়ে ডেইলি স্টারসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়। 

ইতোমধ্যে তদন্ত শেষে ইসিসহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

আজাদ চন্দ্রগঞ্জ থানা ও দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এর আগে অপর এক ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। 

সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজাদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

এর আগে, আজাদকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন তার বড় ভাই যুবলীগ নেতা আলমগীর হোসেন।

 

Comments

The Daily Star  | English
Are schools open? Simple issue unnecessarily complicated

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

2h ago