কলেজশিক্ষার্থী হত্যা মামলা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আজহারুল গ্রেপ্তার

আজহারুল হক ফরাজী। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। 

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার আজহারুলের নাম পাওয়া গেছে। 

তদন্তাধীন মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

1h ago