বরগুনা

ব্রিজের মালামাল চুরির অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বরগুনায় ব্রিজের মালামাল চুরির অভিযোগে বেতাগী উপজেলার এক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

ওই উপজেলার মোকামিয়া ইউনিয়নের পুরোনো একটি ব্রিজের মালামাল চুরি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান অভিযোগ করেছেন।

এ অভিযোগে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

একই অভিযোগে স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী মতিউর রহমানকে (৪০) আটক করা হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার মোকামিয়া বাজারের নৈশপ্রহরী আমাকে জানায় যে বাজারের পুরোনো একটি ব্রিজের ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানাই।'

ওসি আনোয়ার হোসেন বলেন, 'অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শাওন এবং এক ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চুরির সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

ছাত্রলীগ নেতা শাওনের বাবা ও মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মৃধা ডেইলি স্টারকে বলেন, 'এক বাড়ি থেকে কিছুদিন আগে ১০০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করে প্রশাসন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জালাল গাজীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। চেয়ারম্যান এজন্য আমাকে দায়ী করে রাজনৈতিক কারণে মালামাল চুরির মিথ্যা ঘটনা সাজিয়ে পুলিশ দিয়ে আমার ছেলেকে আটক করিয়েছে।' 

জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ডেইলি স্টারকে বলেন, 'মোকামিয়া ইউনিয়নে পুরোনো একটি ব্রিজের মালামাল চুরির ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজন আটক হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

8m ago