‘প্রাইভেটকারের লুকিংগ্লাস ভাঙায়’ লেগুনাচালককে পিটিয়ে হত্যা
ঢাকার পান্থপথে এক যাত্রীবাহী লেগুনাচালককে পিটিয়ে হত্যা করেছেন প্রাইভেটকারের কয়েকজন যাত্রী।
গতকাল বুধবার রাত ১১টার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের সামনের রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সবুজ (৩৫) ফার্মগেট থেকে নিউমার্কেট রুটে লেগুনা চালাতেন।
এ বিষয়ে লেগুনাচালক জামাল হোসেন বলেন, 'সবুজের লেগুনার গ্যাস শেষ হয়ে গেলে তিনি অন্য একটি গাড়ির সঙ্গে বেঁধে গ্যাস ভরার জন্য নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় কারওয়ান বাজারে লেগুনাটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটির লুকিংগ্লাস ভেঙে যায়।'
তিনি বলেন, 'এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ৩-৪ জন নেমে আসেন প্রাইভেটকারটি থেকে। তাদের মধ্যে একজন ভাঙা লুকিংগ্লাস হোল্ডার দিয়ে সবুজের মাথায় আঘাত করে। বাকিরাও তাকে মারধর করে, ঘুষি মারে। সবুজকে গুরুতর আহত করে তারা তাদের গাড়ি নিয়ে দ্রুত গতিতে চলে যায়।'
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তেজগাঁও থানার এসআই তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় মামলা হয়েছে। কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।'
Comments