বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হককে 'ছাত্রশিবিরের সাবেক সভাপতি' বলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এনামুল হকের ব্যবসাপ্রতিষ্ঠান এনা গ্রুপের কর্মকর্তা পারভেজ হোসেন বাদী হয়ে এনামুল হকের পক্ষে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

শুনানি শেষে বিচারক এ এম জুলফিকার হায়েত অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করে এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন বলে নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

অভিযোগে পারভেজ হোসেন দাবি করেছেন, গত ১৯ জুলাই রাত ১টায় একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এনামুল হককে 'ছাত্রশিবিরের সাবেক সভাপতি' বলে সম্বোধন করেছেন মিজানুর রহমান মিনু। এমনকি, এনামুল হক কখনো ছাত্রলীগ ও যুবলীগের কর্মী ছিলেন না, এখন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য।

মামলায় উল্লেখ করা হয়েছে, এ ধরনের মিথ্যা ও বানোয়াট মন্তব্য সংসদ সদস্য এনামুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

Comments