দলীয় কোনো কমিটিতে অন্য দলের কাউকে নেওয়া যাবে না: বিএনপি

বিএনপি

বিএনপি বলেছে, দলের যেকোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগ রাখা যাবে না।

আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বিএনপি ও অঙ্গ বা সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীর অবগতির জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগদান করানো যাবে না।

এতে আরও উল্লেখ করা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ নেওয়ার অপচেষ্টা করছে। 

ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কিছু নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে এ বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। 

এ অবস্থায় বিএনপি ও এর সব অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English
UN fact-finding report on July uprising

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

3h ago